বিআরটিএর ৪টি ভ্রাম্যমান আদালত ১১৮টি মামলায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে । একই সঙ্গে ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে আদালত। আজ বুধবার বিআরটিএর ভ্রাম্যমান আদালত বিভিন্ন এলাকায় চালানো অভিযানে এ কারাদ-াদেশ প্রদান ও জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আদালত পরিচালনা করে মোটরযান আইনে ৪২টি মামলায় ৩৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় এবং ৩টি যানবাহনকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করে। মামলাসমূহের মধ্যে মোটরসাইকেল চালক কর্তৃক হেলমেট ব্যবহার না করা ও একের অধিক আরোহী বহন করার অপরাধে ২৫টি মামলায় জরিমানা করা হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এর মিরপুর কার্যালয়ে আদালত পরিচালনা করে সাত্তার (১৯) ও বাবু (২৪) নামের দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান এবং ঢাকা মহানগরীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনার করে মোটরযান আইনে ৩৭টি মামলায় ৩২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত মহানগরীর শাহবাগ এলাকায় আদালত পরিচালনা করে মোটরযান আইনে ৩১টি মামলায় ৪২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় এবং বাসে ভাড়ার তালিকা প্রদর্শন না করা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন। মামলাসমূহের মধ্যে মোটরসাইকেল চালক কর্তৃক হেলমেট ব্যবহার না করার অপরাধে ৯টি এবং গণপরিবহনে ভাড়া তালিকা না থাকা ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত ২২টি মামলায় জরিমানা করা হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত উত্তরার দিয়াবাড়ি এলাকার বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-৩ এলাকায় আদালত পরিচালনা করে মো. আব্দুর রহমান (৩০) ও মো. আব্দুল মজিদ শরিফ (৪২) নামের দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদানসহ মোটরযান আইনে ৮টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |