বাড়ানো হয়েছে ভরিপ্রতি ২২ কারেটের স্বর্ণের দাম দেশের বাজারে ভরিতে ৫৮৩ টাকা থেকে ৯৯২ টাকা পর্যন্ত । এখন প্রতি ভরি স্বর্ণের দাম দাড়িয়েছে ৪৭ হাজার ৬৪ টাকায়। আজ বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- নতুন এ দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এ নিয়ে চলতি বছর সোনার দর দ্বিতীয়বার বাড়ল। এর আগে গত ১৪ জানুয়ারি দাম বেড়েছিল। ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদ- নাই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |