পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের কোনাবাড়ি এলাকার চারটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের জয়েরটেক ও বাইমাইল এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির জয়েরটেক ও বাইমাইল এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে চারটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভিয়ে ড্রেজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভেঙে দেওয়া ইটভাটাগুলো হলো- জয়েরটেক এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন মের্সাস ইসমাইল অ্যান্ড কোং ও একই এলাকার নাজিম উদ্দিনের মালিকানাধীন মের্সাস এমএইচবি ব্রিকস, বাইমাইল এলাকায় জিয়াউল আলমের মালিকানাধিন মের্সাস আলম ব্রাদার্স সিন্ডিকেড এবং ফজলু মিয়ার মালিকানাধীন ব্রিকলিংকাস ব্রিকস লিমিটেড।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) সহকারী পরিচালক সালমান রহমান, গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, অনিতা ঘোষ, উত্তম কুমার ও হিসাবরক্ষক জিয়াউর রহমান।
এছাড়া সহযোগিতা করেছে গাজীপুর জেলা পুলিশ, জয়দেবপুর ফায়ার সার্ভিস ও এলজিইডিসহ এলাকাবাসী।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অঞ্চলের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ওইসব ইটভাটা গুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
ইট ভাটাগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবৈধভাবে অনেক ইটভাটা রয়েছে। উচ্চ আদালতে রিট করায় ওইসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।