গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল মেয়রের শর্টগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে আদালতে নেয়া হবে আজ। সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে নেয়া হবে।
এ ঘটনায় মিরুর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তার ভাই নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া তাদের দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ থেকে সুপারিশ করা হয়েছে।
ঘটনার পর থেকে গা ঢাকা দেয়া মিরুকে গ্রেপ্তারে বিভিন্ন বন্দরে সতর্কতা জারি করে পুলিশ। রবিবার বিকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও তার কোনো সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
অবশেষে গতকাল রবিবার রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে মিরুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিরাজগঞ্জ নেয়া হয়ে বলে জানিয়েছিল সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ।
আদালতে নেয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য মিরুর রিমান্ড আবেদন করা হবে কিনা পুলিশের পক্ষ থেকে তা জানানো হয়নি।