নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা আগামী মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিনই সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ প্রেসিডেন্ট কাছে তুলে দেবে সার্চ কমিটি। একই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররাও বিকেল চারটার দিকে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রোববার বিকেলে প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ইসি গঠনে অনুসন্ধান কমিটির সদস্যরা আগামী মঙ্গলবার বিকেলে পাঁচটায় প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন প্রেসিডেন্ট। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রেসিডেন্টকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে হবে।
আগামি ৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ ও অন্য কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে। শুধু পরে যোগদান করায় নির্বাচন কমিশনার শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এ কারণে নিয়মানুযায়ী, বিদায়ের আগের দিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য কমিশনাররা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |