শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করতে বাধ্য হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের সদস্য ও ডীনরা দিনরাত ২৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর । রোববার দুপুর ১২টায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ভিসি অধ্যাপক মো. রফিকুল আলম বেগ।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালোর জন্য এ পদ্ধতি চালু করা হয়েছিলো। তবে তাদের অব্যাহত আন্দোলনের ফলে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করে পুণরায় ব্যাকলগ পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়া ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের স্থগিতকৃত একাডেমিক কার্যক্রম পুনরায় চালু এবং শিক্ষার্থীদের টিনশেড হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় সেখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুয়েট শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবার ক্ষেত্রে দুই সেমিস্টারে বাধ্যতামূলক ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হয়। অন্যথায়, তাকে পুনরায় সেই বর্ষেই থাকতে হবে। এর আগে কোনও শিক্ষার্থী অকৃতকার্য বা অনুপস্থিতির কারণে ন্যূনতম ক্রেডিট অর্জন না করলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারতো। সেক্ষেত্রে পরবর্তীতে তাকে পরীক্ষা দিয়ে ওই ক্রেডিট অর্জন করতে হতো। তবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ নিয়মে পরিবর্তন আনা হয়েছিল। গত ২৮ জানুয়ারি থেকে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে রুয়েটের তিনটি বর্ষের শিক্ষার্থীরা। শনিবার তারা নিজেদের রক্ত ঢেলে এ পদ্ধতি বাতিল ও দুপুরে ভিসিকে তার দপ্তরে অবরুদ্ধ রেখে আন্দোলন করতে থাকে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |