সিজেকেএসের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) এর আলোচনা সভায় সিটি মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এমন তথ্য জানান। জল-ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সাড়ে ১১ কোটি টাকায় নির্মাণ করছে সুইমিং পুল। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে নির্মিত হবে এ আন্তর্জাতিক মানের সুইমিং পুল।তিনি জানান, প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সুইমিং পুলটি। ৫০ মিটার দৈর্ঘ্য এবং ২২ মিটার প্রস্থের সুইমিং পুলে আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা রাখা হচ্ছে। প্রকল্পের মেয়াদ কাজ শুরু পরবর্তী ৬ মাস নির্ধারণ করা হয়েছে।
আ জ ম নাছির উদ্দীন জানান, আন্তর্জাতিক মানের সুইমিং পুলের দাবী দীর্ঘদিনের। আর সাঁতারে আমাদের ছেলে-মেয়েরা ভাল করছে। প্রকল্পের সব কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আশা করছি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।