অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ঐতিহাসিক বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট । টিকিট পাওয়া যাবে www.eventsnow.com এই ওয়েবসাইটে।
টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি, সর্বোচ্চ ৫০০০ রুপি। এ ছাড়া ৬০০, ৮০০, ১৫০০, ২০০০ ও ৩০০০ রুপির টিকিটও রয়েছে। একজন সর্বোচ্চ ১০টি টিকিট বুকিং দিতে পারবেন।
৯ ফেব্রুয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে সফরের একমাত্র ম্যাচটি।
বিসিসিআই সূত্রে জানা গেছে, প্রতিদিন ৫ হাজার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের টিকিট দেওয়া হবে। পশ্চিম ও পূর্ব গ্যালারির প্রায় পুরোটাই স্কুলের ছাত্র-ছাত্রীদের দখলে থাকবে।
বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে খেলে ভারতের বিপক্ষে। ঢাকায়। এরপর কখনো বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলতে ডাকেনি ভারত।
সম্প্রতি টেস্টের ব্যাপারে চুক্তি হলেও ভেন্যু নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। তবে বিসিসিআই থেকে বিসিবিকে আশ্বস্ত করা হয়েছে, খেলা যথা সময়ে হায়দ্রাবাদেই হবে।