স্থপতিরা জাতীয় সংসদ ভবনের জন্য করা মার্কিন স্থপতি লুই আই কানের নকশার মূল কপি বিন্যাসের কাজ শেষ করেছেন । মোট ৩ হাজার ৪১২টি নকশা বিন্যাসের পর পরবর্তী করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষা করছেন তারা। শুক্রবারের দৈনিক ইত্তেফাক এই খবর দিয়েছে।
সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবাদপত্রটিকে বলেন, ‘প্রধানমন্ত্রী নকশাগুলো এবং এর বিন্যাস দেখবেন, তারপর তিনি সংশ্লিষ্টদের কাছে একটি করে সেট তুলে দেবেন।’
গেল বছরের ১ ডিসেম্বর যুক্তরাস্ট্রের পেনসিলভানিয়া বিশ্ব-বিদ্যালয়ের আর্কাইভ থেকে নকশাগুলো বাংলাদেশে আনা হয়। পরে একটি কপি তৈরি করে তা প্রধানমন্ত্রীকে একবার দেখানো হয়েছে।
লুই কানের তৈরি করা ৮৭৩টি নকশা ও ৫৫টি ডকুমেন্ট মোট ৪১ টি বাক্সে করে ঢাকায় আনা হয়। স্পিকার শিরীন শারমিন জানান, নকশাগুলোর একটি সেট সংসদ ভবনে সংরক্ষিত থাকবে। এর বাইরে গণপূর্ত বিভাগ, স্থাপত্য অধিদফতর, জাতীয় জাদুঘর ও জাতীয় আর্কাইভসহ সংশ্লিষ্ট দফতরে একটি করে সেট রাখা হবে।
সংসদ সচিবালয় ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে মূল নকশার আলোকে পরবর্তী করণীয় নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে সংসদ ভবন এলাকায় কী কী থাকবে এবং কী কী স্থাপনা সরিয়ে নেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটি গঠিত হতে পারে।
তবে সংসদের বাইরে থাকা বিরোধীদল বিএনপি দাবি করে আসছে, ‘সংসদ ভবন-সংলগ্ন উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর উদ্দেশ্যেই এই নকশা আনা হয়েছে।’ তবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একাধিকবার বলেছেন, ‘লুই আই কানের নকশা যেভাবে আছে, সে অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করণীয়, সবই করা হবে।’
প্রসঙ্গত, ১৯৭৪ সালে লুই আই কানের নকশার ব্যত্যয় ঘটিয়ে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়েছে। বর্তমান সরকার সেসব স্থাপনা সরিয়ে প্রকৃত নকশার বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।