প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে টুঙ্গীপাড়া সফর করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়িতেও গিয়েছেন তিনি। সেখানে গিয়ে নিজ গ্রামে রিকশাভ্যানে চড়েন বঙ্গবন্ধু কন্যা।
তার সঙ্গে ছিলেন ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক (ছোট বোন শেখ রেহানার ছেলে) ও তার স্ত্রী পেপি এবং তাদের সন্তানরা। এসময় নাতনিদের নিয়ে রিকশাভ্যানে চড়ে নিজ এলাকা ঘুরে দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার পিআইডির সৌজন্যে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়।