নগরীর খুলশী থানার নিউ শহীদ কলোনিতে এ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে চট্টগ্রামে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।
সাব্বির বলেন, “শহীদ কলোনিতে মাদকের আখড়ায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় ও সেবনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ থেকে ছয় মাস বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।”