হকারদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন তারা। রোববার সকাল থেকে ফুটপাতে পণ্য নিয়ে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ থেকে হকার্স ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। গত ১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন হকারদের সঙ্গে এক সভায় জানান, কর্মদিবসে হকাররা ফুটপাতে বসবেন না। শুধু সন্ধ্যার পর ফুটপাতে পণ্য নিয়ে বসবে। দিনের বেলায় মানুষের চলাচল যেন নির্বিঘ্নে থাকে, সে ব্যবস্থা নিশ্চিত করতে অফিস ছুটির দেড় ঘণ্টা পর থেকে হকাররা পণ্য নিয়ে বসতে পারবে। এই সিদ্ধান্ত মানা হবে না বলেও ঘোষণা দিয়েছে হকার্স ইউনিয়ন। তাদের দাবি, হকারদের কারণে যানজট হয় না। এরপরও মেয়র হকারদের উচ্ছেদের চেষ্টা করলে তার পদই অনিশ্চয়তায় পড়বে। সমাবেশে হকার্স ইউনিয়নের সভাপতি সেকেন্দার হায়াত বলেন, রোববার সকালেই হকাররা ফুটপাতে বসবে। যদি তাদেরকে উচ্ছেদের চেষ্টা করা হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য নগর ভবনের সামনে অবস্থান নেবো।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |