ডা. সেলিনা হায়াৎ আইভী টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন । বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেন তিনি।একই সঙ্গে কাউন্সিলর পদে নির্বাচিতদের শপথও অনুষ্ঠিত হয়। নতুন কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। পরে নতুন মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।২০১১ সালের নারায়ণগঞ্জ সিটির প্রথম ভোটে এবং নারায়ণগঞ্জ পৌর পরিষদেরও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে তিনি ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইসি থেকে চিঠি দেওয়া হয়। পরে শপথ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার সচিব আবদুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।
এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। দেশে এবারই প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে ভোট নেওয়া হয়।
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031