মীরসরাই থানা পুলিশ মীরসরাই পৌরসভার আহ্বায়ক ফকির আহম্মদকে আটক করেছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় পৌরসভার নাজিরপাড়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান, বিএনপি নেতা ফকির আহম্মদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ফকির আহম্মদকে গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান ও সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।