চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাঁদা চেয়ে না পেয়ে এবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটল। জাতীয় দলের একজন বক্সারকে মারধরের ঘটনার দু’দিন না পেরোতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার শাহ আমানত হলে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রুবেল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের ছাত্র।
জানা গেছে, চবি ছাত্রলীগের দু’নেতা চাঁদার জন্য রুবেলকে শাহ আমানত হলের একটি কক্ষে আটকে রেখে মারধর করে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পারলে কয়েকজন সহকারী প্রক্টর সেখানে তাকে উদ্ধারে অভিযান চালায়। একপর্যায়ে আটকে রাখা ছাত্রলীগের ওই দুইজন রুবেলকে ছেড়ে দেয়। পরে হলের সামনে থেকে তাকে উদ্ধার করেন সহকারী প্রক্টররা। বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন বলেন, রুবেলকে মারধর ও তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে বলে সে জানিয়েছে। দু’জন অভিযুক্তের নাম পেয়েছি। রুবেলের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ৩ জানুয়ারি দুপুরে এ এফ রহমান হলের কক্ষে আটকে রেখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সার মোনায়েবকে মারধর করে ছাত্রদল নেতা সালাহ উদ্দিন উজ্জ্বল ও সহযোগীরা। ছাত্রদলের ওই নেতাকে সাড়ে তিন লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে মোনায়েবের পরিবার। এ ঘটনায় পরদিন চবি উপাচার্য দু’ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন।