চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় ।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের মারামারি খুনোখুনি না করার আহবান জানিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, আপনারা একে অপরকে বন্ধু বানান, বুকে জড়িয়ে ধরেন। কিন্তু মারামারি খুনোখুনি করবেন না।
ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি নীতিবান আদর্শবান হওয়ার আহবান জানান মেয়র আ জ ম নাছির বলেন, নীতি আদর্শের মাধ্যমে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে।
এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সঞ্চলনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।