চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘরে সিলিন্ডার স্থাপনের সময় বিস্ফোরণে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার (৪ জানুয়ারি) রাত ৮ টার সময় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডর পদুয়া গ্রামের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হক সাহেবের বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায় আসিফ উদ্দিনের বসতঘর।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ৪টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।অগ্নিকান্ডে প্রায় নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আবদুল্লাহ জানান, সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ির ৪টি বসতঘর ভষ্মিভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031