টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির জয়যাত্রা থামালো । চলতি মৌসুমে টানা ১৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যান্তনিও কন্তের চেলসি। লন্ডন ডার্বিকে টটেনহ্যামকে হারালে এক মৌসুমে সর্বাধিক টানা ১৪ ম্যাচ জেতার রেকর্ড গড়তো তারা। কিন্তু সেটা সম্ভব হয়নি। টটেনহ্যাম তাদেরকে হারিয়েছে ২-০ গোলে। এতে এক মৌসুমে টানা ১৩ জয়ে আর্সেনালের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকতে হচ্ছে চেলসিকে। আর্সেনাল টানা ১৩ ম্যাচ জেতে ২০০১-০২ মৌসুমে। হোয়াইট হার্ট লেনে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে টটেনহ্যামকে এগিয়ে দেন ডেলে আলী। এরপর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংল্যান্ডের ২০ বছল বয়সী এ মিডফিল্ডার। এতে টটেনহ্যামের হয়ে সর্বশেষ ৪ ম্যাচে ৭ গোল করলেন ডেলে আলী। এরমধ্যে সর্বশেষ তিন ম্যাচেই করেছেন জোড়া গোল। এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে টটেনহ্যাম। ৪২ ও ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। আর এই ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষে চেলসি। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। তাদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |