চলতি সময়ের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। বিশেষ করে ২০১৫ সালে শফিক তুহিনের কথায় তার গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ইউটিউবে এ গানটি এক কোটিরও বেশি ভিউয়ার্স এর রেকর্ড গড়েছে। তারই ধারাবাহিকতা ছিলো সদ্য শেষ হওয়া বছরেও। ২০১৬ সালে তার গাওয়া ‘বাহুডোরে’ গানটি এরই মধ্যে অর্ধ কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন ইউটিউবে। একই বছর তার গাওয়া অন্য শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে ছিলো ‘নিশি রাতে চান্দের আলো’, ‘সবাই চলে যাবে’সহ কয়েকটি গান। সব মিলিয়ে কেমন কাটলো গত বছর? ইমরান বলেন, অনেক ভালো কেটেছে। কারণ আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন এ বছর। চলচ্চিত্রের মধ্যে ‘দিল দিল দিল’ এবং ‘রাতভর’ গান দুটির ভালো সাড়া পেয়েছি। তাছাড়া অডিওর মধ্যে ‘বাহুডোরে’ এরই মধ্যে অর্ধ কোটিরও বেশি দর্শক দেখেছেন ইউটিউবে। বাকি গানগুলোর সাড়াও ভালো ছিলো। খুব ভালো একটি বছর পার করলাম। এদিকে ২০১৭ সালটি নতুন গান প্রকাশের মাধ্যমে শুরু করেছেন ইমরান। সিডি চয়েজের ব্যানারে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘আলো ছায়া’। এ গানটিতে তার সহশিল্পী তাহসিন। নতুন বছরের বাকি পরিকল্পনা কি? ইমরান বলেন, আসলে পরিকল্পনা করে কিছু করি না আমি। যখন যেটা ভালো মনে হয় সেটাই করি। নতুন বছরটি শুরু হয়েছে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখে আমার নতুন গান আসার কথা রয়েছে। সেই গানগুলোর কাজ নিয়েই ব্যস্ত রয়েছি। পাশাপাশি বৃষ্টির একক অ্যালবামের কাজ করছি। অন্য কয়েকজন শিল্পীর জন্যও গান তৈরি করছি। আশা করছি গানগুলো ভালো লাগবে সবার। নতুন অ্যালবাম কি আসবে? ইমরান বলেন, একক অ্যালবামের পরিকল্পনা এখনও করিনি। কারণ ‘বাহুডোরে’ অ্যালবামের সাড়া এখনও পাচ্ছি। তবে চলতি বছর হয়তো একক করবো। এছাড়াও অন্য কিছু প্রজেক্টও আসবে। প্লেব্যাকের কি খবর? ইমরান বলেন, প্লেব্যাক নিয়েই আমার ব্যস্ততাটা এখন বেশি। সিনেমার গানের প্রতি আমার আলাদা একটি ভালোলাগাও রয়েছে। কারণ চলচ্চিত্র বড় মাধ্যম। সারা জীবন এ গানগুলো চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষিত হবে। আর একটা চ্যালেঞ্জও থাকে চলচ্চিত্রের গানে। গল্প ও চরিত্র অনুযায়ী কণ্ঠ দিতে হয়। এই চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে। আর গত বছর ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’ গানটির সাড়া পেয়েছি দারুণ। যার কারণে উৎসাহটা আরও বেড়ে গেছে। সর্বশেষ শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবিতে গেয়েছি। এখানে আমার সহশিল্পী লেমিস। গানটির সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ। এছাড়াও ‘তুমি যে আমার’ নামক ছবিতে ‘মায়া’ শিরোনামের একটি গান করেছি। এর সুর ও সংগীত আমার। আমার সঙ্গে গেয়েছেন ন্যান্সি আপু। বর্তমানে সংগীত ইন্ডস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? ইমরান বলেন, এখনকার অবস্থা ভালো। প্রায় সব অডিও কোম্পানিই বিনিয়োগ করছে নিয়মিত। ওয়েলকাম টিউন, রিংটোন, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে আয়ের। এটা সংগীতসংশ্লিষ্টদের জন্য একটি ইতিবাচক দিক। তবে গত বছর অ্যালবাম প্রকাশের যে ধারাবাহিকতটা ছিলো তা এ বছরেও যেন অব্যাহত থাকে সেটাই চাইবো। অনেকেই অভিযোগ করছেন এখনকার সময়টা বেশ অস্থির। গানের আবেদনও আগের মতো পাওয়া যাচ্ছে না। এ কারণে গান তেমন একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। এ প্রজন্মের শিল্পী হিসেবে বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি? ইমরান বলেন, এটা ঠিক যে সময়ের সঙ্গে অনেক কিছু বদলাবে। হয়তো বদলেছেও। তবে গান দীর্ঘস্থায়ী হবার বিষয়টি নির্ভর করে সময়ের উপর। কোন গান কালজয়ী হবে কিংবা টিকে থাকবে সেটার জন্য ২০ বছর অপেক্ষা করতে হবে। কারণ তখনই বোঝা যাবে এখনকার গান টিকেছে না টিকেনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |