আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গাইবান্ধা-১ আসনে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সাম্প্রদায়িক অপশক্তি জড়িত বলে মন্তব্য করেছেন। আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রেসিডিয়ামের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। ওবায়দুল কাদের বলেন, লিটন হত্যাকা- সাম্প্রদায়িক অপশক্তির ঠান্ডা মাথার কাপুরুষোচিত কাজ। আমি বলতে চাই, এ হত্যাকা-ের কারণে ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। এ  হত্যাকা-কে পরিকল্পিত আখ্যা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের মানুষ যখন বর্ষবরণের আনন্দ-উৎসবে, ঠিক সেই মুহূর্তে এটা বর্বরোচিত আক্রমণ।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় নিজ বাড়িতে এমপি লিটনকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031