হুসেইন মুহম্মদ এরশাদ দলের চেয়ারম্যান জোটবদ্ধভাবে গত তিনটি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, জাতীয় পার্টি বিগত নির্বাচনে এককভাবে যেসব নির্বাচন করেছে তাতে লাভবান হয়েছে। কিন্তু জোটগতভাবে গত তিনটি নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হতে চাই না। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তোমরা প্রস্তুত হও। আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। নির্বাচনে জিততে হলে শক্তি প্রয়োজন। দলকে জয়ী করতে পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে এখনই মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাসমাবেশে সভাপতিত্ব করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |