অতিরিক্ত মদ পান করায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে রাজধানীর লালবাগে । মারা যাওয়া ব্যক্তির নাম ওয়াহেদুজ্জামান (২৩)। বাবার নাম শরিফ উদ্দিন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ওয়াহেদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ওয়াহেদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালে নিয়ে আসেন তার বড় ভাই সাইদুর রহমান। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওয়াহেদুজ্জামান ৯০ শতাংশ অ্যালকোহলিক ছিলেন। ওয়াহেদুজ্জামানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |