আওয়ামী লীগের লোকজনই দেশে সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এই সরকার স্বৈরাচারী সরকার। তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী করতেই তারা এমনটা করছে। জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ মন্তব্য করেন। তিনি বলেন, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে একের পর এক আইন প্রণয়ন করছে সরকার। তবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে সময়মতো। বিএনপি আবার ক্ষমতায় আসবে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন সহায়ক সরকার চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এর আগে বিকেল ৩টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। সড়কে যানজটে প্রায় ৩০ মিনিট আটকা পড়েন বিএনপি চেয়ারপারসন। বেলা ২টায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার আগমনে বিলম্ব হওয়ায় বিকেল ৪টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। পরে উদ্বোধনী মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ছাত্র সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |