মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, গার্মেন্টসে কর্মরত ৪০ লাখ নারী শ্রমিক বাংলাদেশকে পরিবর্তন করে ফেলেছে। বাংলাদেশ প্রায় ২ কোটি অদক্ষ নারী বর্তমানে গৃহে আবদ্ধ রয়েছে। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারীকে অদক্ষ রেখে বাংলাদেশ উন্নত রাষ্ট হতে পারবে না। তিনি গতকাল দুপুরে কক্সবাজার কালচারাল একাডেমি মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে নগদ অর্থ বিতরণের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এই প্রকল্পের মাধ্যমে নারীদের ফ্যাশন ডিজাইন, মৌমাছি ও মাশরুম চাষ, ক্যাটারিং এবং বিজনেস ম্যানেজম্যান্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে এককালীন ভাতা প্রদান করা হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে  এই সময়  আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব শাহীন আহমেদ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সরকারের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ। প্রতিমন্ত্রী সমাবেশে অংশগ্রহণকারী নারীদের ১৮ বছরের নিচের মেয়েদের বিয়ে না দেয়ার বিষয়ে শপথ করান। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে প্রতিবন্ধী শিশুর জন্ম হয়। তিনি বলেন, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ করার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইজিএ (ইনকাম জেনারেটিং এক্টিভিটি) প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে দুই লাখ নারীদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে করে নারীরা ঘরে বসে লাখ টাকা উপার্জন করতে পারে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী অর্থনৈতিকভাবে এগিয়ে না আসলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে না। পরে প্রতিমন্ত্রী স্থানীয় একট হোটেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কার্যক্রমের উপকারভোগী নির্বাচনে নতুন একটি ডাটাবেইজের উদ্বোধন করেন। এই ডাটাবেইজের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনির উপকারভোগী যাতে করে এক সঙ্গে কয়েকটি ভাতা না নিতে পারে এবং একাধিকবার একই ভাতা নিতে না পারে তা বন্ধ করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব শাহীন আহমেদ চৌধুরী, মহিলাবিষয়ক অধিদপ্তরের অতি. পরিচালক নুরুল ইসলাম তালুকদার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাজেদুল ইসলাম সেলিম, ভিজিডি কার্যক্রমের উপ-পরিচালক মো. আবুল কাশেম প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031