বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশন (ইসি) গঠনে সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব দিয়েছে । নির্বাচন কমিশন গঠনে সর্বসম্মত মতামত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বিকালে বঙ্গভবনে যায় ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। সংলাপে দলটির পক্ষ থেকে ৮ দফা প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে ইসি গঠনের প্রস্তাব করে ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, বিরোধীদলীয় নেতা ও এটর্নি জেনারেলকে এ সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবে। এ কাউন্সিল প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নাম প্রস্তাব করবে। প্রেসিডেন্ট তাদের পরামর্শ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন। ওয়ার্কার্স পার্টির নেতারা জানান, নির্বাচন কমিশন নিয়োগের জন্য প্রেসিডেন্টকে একটি সার্চ কমিটি গঠনের একটি বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি, দুদক চেয়ারম্যান, মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক এবং এটর্নি জেনারেলসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে এ সার্চ কমিটি গঠন হতে পারে। এই কমিটি কমিশনের প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করবেন। সার্চ কমিটির দেওয়া নামের তালিকা সংসদের কার্য উপদেষ্টা কমিটি যাচাই-বাছাই করবে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট এ তালিকা থেকে নিয়োগ দেবেন। বঙ্গভবন থেকে বেরিয়ে ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন জানান, নির্বাচন কমিশনে আমরা দুইজন নারী সদস্য অন্তর্ভূক্তির প্রস্তাব করেছি। প্রেসিডেন্ট প্রস্তাবটি বিবেচনায় নিয়ে একজন নারী সদস্য নিয়োগের বিষয়ে আশ^াস দিয়েছেন। মেনন বলেন, প্রস্তাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুুক্ত বা দ-িত হয়েছেন বা সাম্প্রদায়িক সংগঠনে সঙ্গে যুক্ত আছেন এমন কাউকে যেন যে কোনো পর্যায়ে তাদের অংশগ্রহণ প্রস্তাবিত আইনে নিষিদ্ধ করতে হবে। রাশেদ খান মেনন ছাড়াও বৈঠকে সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, হাজেরা সুলতানা, কামরুল আহসান, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ অংশ নেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031