নাগরিক সমাজের প্রতিনিধিরা হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়েছেন । মঙ্গলবার বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালের ৩০২ নম্বর কেবিনে মান্নাকে দেখতে যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এসময় তারা মান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তার শরীরের খোঁজ খবর নেন। নাগরিক ঐক্যের ঢাকা উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ২২ মাস কারাগারে আটক ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। সেদিন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে বিভিন্ন সময়ে মান্নাকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |