কেইন উইলিয়ামনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠলো । ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি বল বিকৃত করেছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে প্রথম ওয়ানডে শেষে ম্যাচ রেফারির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন সেদিন মাঠে দায়িত্ব পালন করা ভারতীয় আম্পায়ার শামসুদ্দিন। এমন কি নিউজিল্যান্ডের কয়েকটি পত্রিকা মনে করছে, সেদিন উইলিয়ামসন বল বিকৃতি করেন। তবে বিষয়টি অস্বীকার করলেন উইলিয়ামসন। সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের একটি বল ফাইন লেগ দিয়ে মাঠ ছাড়া করেন তামিম ইকবাল। বলটি তখন একটি বিজ্ঞাপনের বোর্ডে আঘাত হাঁনে। এতে বলের সামান্য বিকৃতি ঘটে। বিষয়টি উল্লেখ করে উইলিয়ামসন বলেন, ‘বলটি বিজ্ঞাপনের বোর্ডে আঘাত হাঁনে। এতে বলে একটি চিহ্ন পড়ে যায়। তখনই আম্পায়ারের কিছু বলা দরকার ছিল। কারণ সেটা ছিল প্রথম ওভারের সময়ের ঘটনা।’ তবে এ বিষয়ে এখন মুখ খুলতে রাজি নন আম্পায়ার শামসুদ্দিন। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।’ নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান টম লাথাম তার অধিনায়কের পাশে দাঁড়ালেন। বলেন, ‘বলটি তখন একটি বিজ্ঞাপেনর বোর্ডে গিয়ে লেগেছিল। এতে বলের দুই জায়গায় হালকা দাগ পড়ে যায়। বিষয়টি নিয়ে আম্পায়ারের সঙ্গে কেইন কথা বলে। এতে বিষয়টি তখনই মিটে যায়।’ সিরিজের প্রথম ওয়ানডেতে টম লাথামের ১৩৭ রানে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ৩৪১ রান। জবাবে বাংলাদেশ করে ২৬৪ রান। এতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৭৭ রানে জিতে এগিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার নেলসনে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031