ক্রাইস্টচার্চে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের সঙ্গে জরিমানার দুঃখ পেতে হলো বাংলাদেশকে। স্লো ওভার রেটের কারণে মাশরাফি মর্তুজাদের জরিমানা করেছে আইসিসি।
নির্ধারিত সময়ের হিসাবে এক ওভার কম করায় আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের সদস্য ক্রিস ব্রড এ জরিমানা আরোপ করেন।
আইসিসির আচরণবিধির ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে অধিনায়ক মাশরাফিকে। অন্য খেলোয়াড়রা দেবেন ১০ শতাংশ করে।
বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনও শুনানির দরকার হচ্ছে না।
মাঠের দুই আম্পায়ার ওয়েন নাইটস ও চেত্তিহোডি শামসুদ্দিন এবং থার্ড আম্পায়ার পল রাইফেল বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।