জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চার মূল নীতিতে আস্থাশীল ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশনারদের জন্য সার্চ কমিটি ও ইসি গঠনে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিয়েছেন । রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ হিসেবে সোমবার প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে বসেন দলটির নেতারা। তথ্যমন্ত্রী হাসানুল ইনুর নেতৃত্বে জাসদের ১২ সদস্যের প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠক শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের তিনি বলেন, প্রতিনিধি দলের পক্ষ থেকে সার্চ কমিটি ও ইসি গঠনে মুক্তিযুদ্ধ ও সংবিধানের মূলনীতিতে বিশ্বাসী ব্যাক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার আনুষ্ঠানিকভাবে জাসদের সাত দফা মতামত তুলে ধরেন। নির্বাচন কমিশন গঠনে স্থায়ী পদ্ধতি প্রচলনের পাশাপাশি সার্চ কমিটি ও ইসিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতেরও প্রস্তাব আছে এতে। প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট জাসদ প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, তাদের সুচিন্তিত মতামত নির্বাচন কমিশন গঠনে সহায়তা করবে। সকল রাজনৈতিক দলের সহযোগিতায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ড.আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, মোশাররফ হোসেন ও উপদেষ্টা পরিষদ সদস্য এম এ করিম সংলাপে অংশ নেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |