করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৮০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী উৎসব শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তালনের মাধ্যমে উদ্বোধন ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও আজাদী সম্পাদক এম এ মালেক, ১৮০ বছরপূর্তি উৎসব ও উদযাপন কমিটির আহবায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সদস্য সচিব মো. মোস্তাক হোসাইনসহ স্কুলের হাজারো সাবেক শিক্ষার্থী।
সকাল থেকেই কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করেন।
পুরনো বন্ধুদের ফিরে পেয়ে, অনেক সাবেক শিক্ষার্থী ক্যামেরাবন্দি হচ্ছেন সেলফিতে। তিন দিনব্যাপী জমকালো আয়োজনে আরও রয়েছে গুণীজন সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, স্মৃতিচারণ, র্যাফেল ড্র, রক্তদান কর্মসূচি।