সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলিরহাটে অগ্নিকাণ্ডে বাবা-মা হারানো দুই বছর বয়সী শিশু আদিয়াতের দায়িত্ব নিয়েছেন ।
শনিবার বিকালে বলিরহাটের শাহাজী পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার ওই এলাকায় আগুন লাগলে শুরুতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন আদিয়াতের বাবা মো. সৈয়দ আহমদ (৩০) ও মা রীনা আক্তার (২৫)।প্রতিবেশীদের ঘরে লাগা আগুন নেভাতে তারা চেষ্টাও করেছিলেন। পরে আবার তাদের ঘরে আগুন ছড়িয়ে পড়লে সনদ বাঁচাতে ঘরে গিয়েছিলেন রীনা আক্তার।বেশ কিছু সময় পরও স্ত্রী রীনা ঘর থেকে বের না হওয়ায় তার খোঁজে ঘরে ঢোকেন সৈয়দ আহমদ। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই জনেরই মৃত্যু হয়।