বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩০২ নম্বর কেবিনে দেখতে যান ফখরুল। এসময় তিনি মান্নার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। সেনাবিদ্রোহে উস্কানী ও রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ২২ মাস কারাগারে আটক থাকার পর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন মান্না। গত বুধবার শারীরিক জটিলতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি যে দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তার আংশিক জয় হয়েছে। নারায়ণগঞ্জের নির্বাচনের ভেতরের খবর কি তা আমরা এখনো জানিনা। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিতে এসেছেন। আর তার মধ্য দিয়ে ভোটের অধিকারের পক্ষে আমাদের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |