নগর গোয়েন্দা পুলিশ নগরীতে হিযবুত তাহরীর সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার একজনকে কারাফটক থেকে আটক করেছে। তার নাম মোহাম্মদ ইসমাইল (২৬)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আটকের পর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। গত জুলাইয়ে কোতোয়ালী থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কর্মী ইসমাইল।
কোতোয়ালী থানার মামলাটিতে জামিন আদেশ পৌঁছানোর পর বৃহস্পতিবার বিকেলে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এবিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ–কমিশনার (উত্তর–দক্ষিণ) পরিতোষ ঘোষ জানান, হিযবুত তাহরীর কর্মী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা সেটা যাচাইবাছাই করা হচ্ছে।