মুস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায়। এই সময়ে তিন ওয়ানডেতে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। অন্যদিকে ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৯ উইকেট।

এমন এক পুরস্কার অর্জনের পর রোমাঞ্চিত মুস্তাফিজ আইসিসিকে বলেছেন, ‘এখন পর্যন্ত এটা আমার ক্যারিবিয়ারে সেরা প্রাপ্তি। এই পুরস্কার সামনের বছরগুলোতে আমাকে আরও ভালো খেলতে উৎসাহিত করবে। এ পুরস্কার জিতে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশেষকরে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই অর্জনে সত্যিই আমি আনন্দিত।’

মুস্তাফিজ আরও যোগ করেন, ‘ সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার। এখানে খেলাটা সবসময়ই আকাঙ্খিত এবং আনন্দের। আমার জন্য এই স্বপ্নটা সত্যি হয়ে ধরা দিয়েছে। যারা আমাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। আশা করছি, ভবিষ্যতে আমি আরও বেশি আনন্দের উপলক্ষ বয়ে আনতে পারব

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031