আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ পর্যন্ত অসমর্থিত সূত্রে পাওয়া তথ্যে তিনি প্রায় ৭৭ হাজার ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করেছেন। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৭৪টির মধ্যে ১৬৭ কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে সেলিনা হায়াৎ পেয়েছেন ১৬৬৯০৮ভোট, সাখাওয়াত পেয়েছেন ৯১১০১ ভোট। অসমর্থিত সূত্রে পাওয়া তথ্যে সব কেন্দ্রে আইভী পেয়েছেন ১৭৪৬০২ ভোট। আর সাখাওয়াত পেয়েছেন ৯৬ হাজার ৭০০ভোট। এদিকে জয়ের খবরে আইভী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এ বিজয় নারায়ণগঞ্জবাসীর। নির্বাচনের বিজয়কে তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন। এডভোকেট সাখাওয়াত রাতে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নির্বাচনে সুক্ষ কারচুপির শঙ্কা উড়িয়ে দেয়া যায় না’। আইভীর জয়ে শহরের রাস্তায় রাস্তায় উল্লাস করছেন তার সমর্থকরা।
এদিকে দিনভর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ভোটের পরিবেশ নিয়ে প্রার্থী ও নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছেন। কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ভোট পরবর্তী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ২৪শে ডিসেম্বর পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় সব ধরণের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031