ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আমরা যে ওয়াদা দিয়েছিলাম সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি। বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নাসিকে শান্তিপূর্ণ নির্বাচনের একটা রেকর্ড হয়েছে বলে আমি মনে করি। এ নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, তা অমূলক হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে হওয়ায় নারায়ণবাসীকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই। জনরায়ে আমাদের বিজয় হবে বলে আশা করছি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |