প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টসহ ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। ভোটাররা যাতে স্বচ্ছন্দে তাদের প্রার্থীদের ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রার্থীরাও আমাদের সহযোগীতা করেছেন। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রার্থী এবং ভোটারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আল্লার অসীম রহমতে কেউ হতাহত হয়নি। সবাই যদি শান্তিপূর্ণ নির্বাচন চান কেউ যদি অশান্তি না করেন তাহলে শান্তিপূর্ণ নির্বাচন হবে না কেন? কি ধরনের উদ্যোগের ফলে নাসিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা প্রতিবারই এরকম উদ্যোগ নিই। এবারও তার ব্যত্যয় করিনি। জায়গাটা ছোট ছিল। প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন ছিল। প্রার্থীরাও প্রতিজ্ঞা করেছিলেন তারাও সুষ্ঠু নির্বাচন চান। মূলত প্রার্থী ও তাদের সমর্থকরা যদি সহযোগীতা করেন তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হয়। তিনি আরও বলেন, রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক সবাই যদি চান এবং কেউ যদি শান্তিভঙ্গ না করেন তাহলে অশান্তি হওয়ার কোন কারণ দেখিনা। জনগনের রায় যদি মেনে নিই তাহলেতো কোন সমস্যা থাকেনা। নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির কেউ যাতে অবনতি না ঘটাতে পারে সেজন্য কোনরকম শিথিলতা দেখানো হবেনা উল্লেখ করে সিইসি বলেন, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা দুষ্কৃতিকারি। তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধি বা এজেন্ট হতে পারেনা। দুষ্কৃতিকারিকে দুষ্কৃতিকারির মতোই মোকাবেলা করতে হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |