বিমান বাংলাদেশের একটি ফ্লাইট নোজ হুইল ফেটে যাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিবর্তে হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওমানের মাসকট থেকে ফ্লাইটটি চট্টগ্রামে যাচ্ছিল। বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ জানান, বৃহস্পতিবার প্রথম প্রহরে ১৪৯ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে বিমানের ফ্লাইট বিজি-১২২ ওমানের মাসকট থেকে রওনা হয়। সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটির। কিন্তু সামনের দুটো চাকার একটি ফেটে যাওয়ায় চট্টগ্রামে না নেমে পাইলট ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেন। এ ঘটনার কারণে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ ছিল বলে জানান তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |