সায়মা হোসেন প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এ উদ্যোগ সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হবে। শুধু প্রতিবন্ধী নয়, তার পরিবারও এই সুরক্ষার আওতায় আসবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন টাস্ক ফোর্সের প্রধান উপদেষ্টা সায়মা হোসেন। টাস্কফোর্সের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সায়মা হোসেন বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে দুর্যোগ ব্যবস্থাপনা এখন বিশ্বের অনেক দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ গোটা বিশ্বকে দেখিয়েছে এক্ষেত্রে কিভাবে নেতৃত্ব দিতে হয়। প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ।
আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় দ্বিতীয় বারের মতো প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয় টাস্কফোর্সের প্রথম বৈঠকে।