প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন । বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা সফররত বৃটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী কার্গো-ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে তার সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ৮ই মার্চ ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট (সরাসরি) চলাচল বন্ধ করে দেয় বৃটেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও বৃটেনের হাউস অব কমন্সের বাংলাদেশী বংশো™ভূত সদস্য রুশনারা আলীর আলোচনায় দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে কথা হয়। শেখ হাসিনা বাংলাদেশের রেললাইন নির্মাণে বৃটিশ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পটুয়াখালীর কুয়াকাটাস্থ পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত ২৪০ কিলোমিটার রেললাইন নির্মাণে বাংলাদেশ রেলওয়ে এবং বৃটিশ কোম্পানি ডিপি রেল লিমিটেড-এর মধ্যে গত মঙ্গলবার চুক্তি সই হয়। এটি নির্মাণে অনুমিত ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর এই মেগা প্রকল্পের ব্যয় চূড়ান্ত হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বৃটেনের আরও বিনিয়োগ আশা করেন। বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভুত ৩ এমপি নির্বাচিত হওয়া বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশী তিন কন্যাকে দেখে তিনি গর্বিত। সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী পূণ:নির্বাচিত হওয়া ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজোয়ানা সিদ্দিক এবং পাবনার ড. রুপা হক ২০১৫ সালের ৭ই মে বৃটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী ও বৃটিশ এমপির বৈঠকে মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এবং ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেক উপস্থিত ছিলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন এমপি রুশনারা আলী। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় জানানো হয়- সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বৃটিশ সরকারের দৃঢ় পদক্ষেপ আশা করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |