হাইওয়ে পুলিশ পটিয়ায় ৫ হাজার ইয়াবাসহ একটি পিকআপ জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করেছে । গত সোমবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং এলাকার নূর নবীর ছেলে নুরুল আমিন (২০) ও নূর হোসেনের ছেলে মোহাম্মদ দেলোয়ার (১৯)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার পটিয়া থানা পুলিশ তাদের কারাগারে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত দুজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল সরকার জানান, কক্সবাজার থেকে নম্বরবিহীন পিকআপ চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এলে অভিযান চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে হাইওয়ে পুলিশের এএসআই মোহাম্মদ মহিম বাদী হয়ে নুরুল আমিন ও দেলোয়ারকে আসামি করে মামলা দায়ের করেন। গাড়ি এবং আসামিদের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |