ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনকে মনগড়া দাবি করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গত রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি এর প্রতিবাদ জানিয়েছে। ইউজিসি জানায়, ওই গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে কতিপয় সংবাদপত্র প্রভাষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির ক্ষেত্রে ইউজিসিকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করেছে তাতে ইউজিসি’র মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ আইন দ্বারা পরিচালিত। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইনী কাঠামোতে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকে। মঞ্জুরী কমিশন (তার নিজস্ব জনবল নিয়োগ ব্যতীত) কোন বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনভাবেই জড়িত থাকে না। কাজেই উক্ত অনিয়মের সাথে বাইরের অংশীজনের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তা কোনভাবেই জড়িত থাকার সুযোগ নেই।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, টিআইবি কী কারণে এবং কী উদ্দেশ্যে মঞ্জুরী কমিশনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে জড়িয়ে এহেন উদ্ভট, মনগড়া, কাল্পনিক ও স্ববিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে তা ইউজিসি’র কাছে বোধগম্য নয়। একটি জাতীয় প্রতিষ্ঠানের সুনাম, ভাবমূর্তি বিনষ্ট করার দুরভিসন্ধিমূলক কাজ করে টিআইবি নিজেই নিজ প্রতিষ্ঠান সম্পর্কে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন টিআইবি’র এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
উল্লেখ্য, গত রোববার প্রকাশিত টিআইবির প্রতিবেদনে সরকারি বিশ^বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ৩ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |