এক ঘাতক সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদে ঢুকে গুলি করে তিন মুসল্লিকে আহত করেছে । এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পরে ঘটনাস্থল থেকে একটু দূরে ওই ঘাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবারের এ ঘটনা সম্পর্কে এসব তথ্য দিয়েছে সুইজারল্যান্ডের পুলিশ। তারা নিশ্চিত করেছে যে, সোমবার যেখানে সে গুলি করে তিন জনকে আহত করেছিল তার কাছ থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জুরিখ পুলিশ বলেছে, কর্তৃপক্ষ সন্দেহভাজন ওই ঘাতকে চিহ্নিত করতে পেরেছে। তার বয়স ৩০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো পোশাক ও কালো একটি উলের টুপি। হামলার পরই সে পালিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় পুলিশ। গ্রিনিচ মান সময় মঙ্গলবার দুপুর একটায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পুলিশের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, অস্ত্রধারী ওই ব্যক্তি ঝড়ো গতিতে একটি ইসলামিক সেন্টারে (মসজিদে) প্রবেশ করে নামাজ আদায়রত অবস্থায় থাকা মুসল্লিদের ওপর প্রকাশ্যে গুলি করতে থাকে। পুলিশের ওয়েবসাইটে বলা হয়েছে, এ ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে সন্দেহজনক ঘাতকের মৃতদেহ পাওয়া যায়। তার আগে সে যাদের আহত করেছে তাদের বয়স যথাক্রমে ৩০, ৩৫ ও ৫৬ বছর। এর মধ্যে প্রথম দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার সামান্য পরে এ ঘটনা ঘটে সুইজারল্যান্ডের অর্থনৈতিক রাজধানী বলে খ্যাত জুরিখের প্রধান ট্রেন স্টেশনের একটি মসজিদে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |