নির্বাচনী প্রচার চলাকালে তার সমর্থকরা ‘সহিংস’ ছিল মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন,। শুক্রবার রাতে ফ্লোরিডায় একটি ‘থ্যাংক ইয়্যু ট্যুরে’র সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। তবে নির্বাচনী প্রচারাভিযানকালে, তার সমর্থকদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ নিয়ে কর্ণপাত করেননি ট্রাম্প । তখন তিনি বলেছিলেন, ভাড়াটে লোকজন গিয়ে তার সমাবেশে সহিংসতা ঘটিয়েছে। তবে এবার তিনি নিজেই স্বীকার করলেন তার সমর্থকরা কেমন ছিলেন। তিনি অনেকটা অভিযোগমাখা সুরে সমর্থকদের বলেন, ‘আপনারা ছিলেন বদমেজাজি, সহিংস। আর চিৎকার করছিলেন, ‘দেওয়াল কই? আমরা ওই দেওয়া চাই’। চিৎকার করে বলছিলেন, ‘প্রিজন! প্রিজন! লক হার আপ!’ মানে, আপনারা পাগল হয়ে গিয়েছিলেন। মানে, আপনারা ছিলেন কদর্য, নীচ আর বদমেজাজি। আর আপনারা জিততে চাইছিলেন, তাই না?’ এরপর ট্রাম্প আরো বলেন, ‘এখন কিন্তু আপনারা শান্ত হয়েছেন। আপনারা আগের মতো বদমেজাজি আর সহিংস নন, ধারে কাছেও নন। কারণ, আমরা জিতেছি, তাই না?’ তবে নির্বাচনী প্রচারাভিযানের সময় নিজ সভাস্থলকে ‘দুনিয়ার সবচেয়ে নিরাপদ’ স্থান হিসেবে বারবার অভিহিত করেন। তিনি একে ‘ভালোবাসার উৎসব’ বলে বর্ণনা করেন। কিন্তু ট্রাম্পের কিছু সমর্থক মাঝেমাঝেই প্রতিবাদকারীদের শারীরিকভাবে আঘাত করেছে। আবার ট্রামপ সমর্থকরা কিছুক্ষেত্রে মারও খেয়েছে। কয়েকজন ট্রামপ সমর্থকের বিরুদ্ধে শারীরিক আঘাতের দায়ে অভিযোগও গঠন করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |