আর মাত্র কিছুদিন। আসছে ইংরেজি নতুন বছর। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে অনেকের অনেক পরিকল্পনা থাকে। কেউ পার্টিতে আনন্দ হই হুল্লোড়ে মেতে থাকেন। কেউ নিজ বাড়িতেই উদযাপন করেন। আবার কেউ বা দেশের সীমানা পেরিয়ে চলে যান অন্য দেশে। আর এই বিশেষ দিনটি এভাবে উদযাপন করতে শোবিজ তারকাদেরই দেখা যায় বেশি। এক্ষেত্রে এরই মধ্যে বলিউড তারকার দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চন এঁকে ফেলেছেন সব পরিকল্পনা। কি করছেন থার্টি ফার্স্ট নাইটে? এমনই প্রশ্ন তাদের ভক্তকূলের। হ্যাঁ, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে দুবাই চলে যাচ্ছেন এই তারকা দম্পতি। সেখানে কয়েকদিন কাটিয়ে আগামী ২ জানুয়ারি আমেরিকার জন্য রওনা হবেন অভিষেক-ঐশ্বর্য। সঙ্গে অবশ্যই থাকবে আরাধ্যা বচ্চনও। ২০১৭-এর জানুয়ারির মাঝামাঝি লম্বা ছুটি কাটিয়ে মুম্বই ফিরবেন তারা। তবে বেড়াতে যাওয়ার আগে দ্রুত পেন্ডিং কাজ সারছেন দম্পতি। এই মুহূর্তে নতুন করে আর ডেটও দিচ্ছেন না ঐশ্বর্য। শোনা যাচ্ছে, ফিরে আসার পরই সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবতী’তে অতিথি চরিত্রের শুটিং শুরু করবেন তিনি
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |