বাংলাদেশ দল নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে ।
বাংলাদেশ সময় দুপুর ১টায় নর্থ সিডনি ওভালে ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকাল ৪.৩০টায় মাঠের গেইট খোলা হবে। তবে অনূর্ধ্ব-১৬ বয়সীরা বিনামূল্যে মাঠে ঢুকতে পারবেন।
ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘অস্ট্রেলিয়া কন্ডিশনে আমরা খেলতে পেরে লাভবান হবো। সিক্সার্সের মতো দলের সাথে খেললে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। তাছাড়া খেলার জন্য নর্থ সিডনি ওভাল দারুণ মাঠ। সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ।’
সিডনি সিক্সার্সের হয়ে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জস হাজলেউড, নাথান লায়নরা খেলেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় তারা বাংলাদেশের বিপক্ষে খেলবেন না। তবে মাশরাফিদের বিপক্ষে খেলার কথা রয়েছে ব্র্যাড হাডিন, ইয়োহান বোথাদের মতো ক্রিকেটারদের।
ডিসেম্বরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান।
তার আগে সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ক্যাম্পটি। ক্যাম্প শেষ হবে ১৯ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে উড়ে যাবেন সাকিবরা।
প্রথম প্রস্তুতি ম্যাচ:
মুখোমুখি: বাংলােদশ-সিডনি সিক্সার্স।
মাঠ: নর্থ সিডনি ওভাল।
সময়: বাংলাদেশ সময় দুপুর ১টা।