জশনে জুলুস বের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ মঙ্গলবার চট্টগ্রামে ।
আনজুমান সুত্র জানায়, জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ)। মঙ্গলবার সকাল আটটায় নগরের ষোলশহর আলমগীর খানকাহ শরিফ থেকে জুলুস বের হয়ে মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লা, জামালখান ও কাতালগঞ্জ ঘুরে আলমগীর খানকাহ শরিফে শেষ। এরপর দুপুর ১২টায় ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিল অনুষ্ঠিত ।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস বের হয় , জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ)। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ম প্রাণ ইসলামিক অংগ সংগঠনসহ সাধারণ মানুষের সমাগমে মুখরিত হয় এই দিনটি।
এবার ৩০ লাধিক আশেকে রাসূল সা: অংশ নেন। চট্টগ্রামে হুজুরদের সফরসূচি চূড়ান্ত সম্পন্ন হয়েছে।