মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহর পক্ষে সোমবার নির্বাচিন প্রচারে অংশ নেন দলের নায়েবে আমীর চরমোনাই পীর । এসময় তিনি বলেন, ‘দুই নম্বর নেতার হাতে দেশ কখনও এক নম্বর হতে পারে না।’
তিনি বলেন, ‘ভোটারদের অবস্থান পরিবর্তন হয়নি। কিন্তু ভোটাররা বিগত দিনে যাদেরকে নির্বাচিত করেছেন তারা দুর্নীতি করেছেন। বাংলাদেশ দুর্নীতিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন হয়েছে। বিদেশে অনেকেই বাংলাদেশি পরিচয় পেলে অবজ্ঞা করে। বাংলাদেশ থেকে বছরে ৭০ ভাগ অর্থ বিদেশে পাচার হচ্ছে। দুই নম্বর নেতার হাতে দেশ কখনও এক নম্বর হতে পারে না।’
সোমবার শহরের ডিআইটি এলাকায় এক পথসভায় মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেন চরমোনাইর পীর। পরে তিনি মেয়র প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
চরমোনাই পীর বলেন, ‘নগর উন্নয়ন ও জনগণের কল্যাণের পথে বড় বাধা দুর্নীতি। দুর্নীতিকে পাকাপোক্ত করতে সন্ত্রাস, স্বজনপ্রীতি ও দলীয়করণের আশ্রয় নেওয়া হয়। অপরিকল্পিত পরিকল্পনা এবং সেই অনুযায়ী কর্মকাণ্ডও দুর্নীতির একটি হাতিয়ার। অপরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমেও জনগণের আমানতের খেয়ানত করা হয়।’
এসময় তিনি নগরবাসীর কাছে মেয়র প্রার্থী মাসুম বিল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নগরীরে গড়ে তুলতে সাহায্যের আহ্বান জানান।
মুফতী মাসুম বিল্লাহ সোমবার নেতাকর্মীদের নিয়ে শহর শাখার মাসদাইর বাজার, ডিআইটি, ২নং রেলগেইট, প্রেস ক্লাব মোড়, শহীদ মিনার এলাকা ও চাষাড়া চত্বর এলাকায় গণসংযোগ করেন।