হাইকোর্ট ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফি`র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় অবৈধ ঘোষণা করেছে । বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ের দ্বৈত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে বিচারপতি শামীম হাসনাইন ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভ্যাট আদায় স্থগিত করে দেন। তবে ওই বছরের অক্টোবর মাসে সেই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আপিল বিভাগের আদেশের কারণে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা টিউশন ফি’র সাথে ৭.৫ শতাংশ হারে ভ্যাট দিচ্ছে। তবে আজ আদালত আবার তা অবৈধ ঘোষণা করলেন। ফলে এখন থেকে শিক্ষার্থীদের আর ভ্যাট দিতে হবে না।