তির, ধনুক ও লাঠি হাতে আসতে হয় স্বাধীন দেশে আত্মরক্ষার জন্য সাঁওতালদের। বিষয়টি সবার জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন হকমানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এসময় তাঁর সামনে তির, ধনুক, লাঠিহাতে এসেছিলেন সাঁওতালরা। জানতে চাইলে নিজেদের নিরাপত্তার জন্যই এভাবে এসেছেন বলে জানান তাঁরা। সাঁওতালদের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মাদারপুরে গির্জায় সাঁওতালদের সঙ্গে এক সমাবেশে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, এ দেশে সাঁওতালসহ বিভিন্ন ধর্মের মানুষের সমান অধিকার আছে। এটা আমাদের সংবিধানের কথা। কারও ঘর উচ্ছেদ বা পুড়িয়ে দেওয়া যাবে না। এসব কাজে যারা জড়িত তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, আজকে সরেজমিনে ঘটনা দেখে অনেক অন্যায় চোখে পড়েছে। সত্য ঘটনা উদ্ঘাটন করে সরকারের কাছে তুলে ধরা হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |